প্রতিনিধি 28 August 2025 , 10:03:18 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ।
মাদারীপুর রাজৈর পৌরসভার ৭নং ওয়ার্ড আমবাগ গ্রামের আসমা বেগম তার বৈধ সম্পত্তি, অবৈধ দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন আসমা বেগম ও তার স্বামী আনোয়ার শেখ। ঘটনার বিবরণে প্রকাশ করে আমার স্বামী আনোয়ার শেখ বিভিন্ন দলিল মূলে ৬৯ নম্বর রাজৈর মোজায় বিআরএস ৪৮২ ও ৪৮২/১ খতিয়ানে বি আর এস দাগ নাম্বার ৮৩৪০ ও ৮৩৪১ এর বিভিন্ন অংশ মোট ৬.৬৬ শতাংশ জমি ক্রয় করে এবং পরবর্তীতে নামজারির মাধ্যমে সরকারের খাজনা প্রদান করে মালিকানা অর্জন করে পরবর্তীতে তিনি উক্ত জমি হেবা নামা ঘোষণার মাধ্যমে আনোয়ার শেখের স্ত্রী আসমা বেগমের নামে হস্তান্তর করে এছাড়া আমার স্বামী দাতা মজিদ খা এর নিকট থেকে ওই খতিয়ানে ওই দাগে
১,৪৯ শতাংশ জমি ক্রয় করে সর্বমোট আমরা স্বামী স্ত্রী মিলে ৮, ১৫ শতাংশ জমির বৈধ মালিক বলে জানান ।
২৭ আগষ্ট বুধবার বিকাল ৫ ঘটি কার সময় রাজৈর পৌরসভার নিজ বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত জমির বৈধ মালিক আসমা বেগম এর পক্ষে তার স্বামী আনোয়ার শেখ সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্যে পেশ করে অবহিত করে । তিনি আরো বলেন ক্রয়কৃত ও হেবায় প্রাপ্ত মোট ৮.১৫ শতাংশ জমির বৈধ মালিক হলেও স্থানীয় বিল্লাল শেখ ও তার মামা খলিল বেপারী অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে। সম্প্রতি তারা বাড়ির প্রবেশপথে রাস্তা তৈরিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়।
আসমা বেগম ও তার স্বামী আরও অভিযোগ করে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীরা তাদেরকে ও তাদের পরিবার পরিজন কে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কয়েক মাস আগে আমার স্বামী আনোয়ার শেখ কে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি হেও প্রতিপন্ন করেছে। পূর্ব শত্রু তার জের ধরে নতুন করে আবারো হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বৈধ মালিকানার প্রমাণ স্বরূপ একাধিক দলিল রয়েছে বলেও জানান।
তাই আমি নিরুপায় হয়ে দেশের বিবেকবান সাংবাদিক ভাইদের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে সরনা পূর্ণ হয়।
সংবাদ সম্মেলনে তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে আইনকে শ্রদ্ধা জানিয়ে আমার পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ।