( মাদারীপুর জেলা ব্যুরো হীরা )
বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্ব কে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।( এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ,অধিকার, সমতা, ক্ষমতায়ন ,নারী কন্যার উন্নয়ন।) জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
আজ ৮ মার্চ রোজ শনিবার সকাল ১১-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন মহিলা সংগঠনের মহিলা দের নিয়ে রাজৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নাজনীন আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈরের সুযোগ্য উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও অনান্য মহিলা সংগঠনের শিক্ষার্থী বৃন্দ উপস্থিতিতে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। রেলি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে রাজৈর উপজেলা মহিলা বিষয়ক
কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানের সভাপতি- নাজনীন আফরোজ নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন । আরও বক্তব্য রাখেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি
মোঃ রইচ আল রেজুয়ান , এছাড়াও বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক কাজী নজরুল ইসলাম, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পলাশ চন্দ্র শীল, ইনক্লুশন অফিসার রাগিব আরাফাত। উপস্থিত ছিলেন দৈনিক আমাদের মাতৃভূমি, দৈনিক চেতনায় বাংলাদেশ, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট ,ও দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মহিউদ্দিন চৌধুরী হীরা, দৈনিক আজকের খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ শহিদুল আলম টুকু, আরো উপস্থিত ছিলেন ঢাকা প্রগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালে ডাক্তার ও কর্মচারীবৃন্দ, রাজৈর মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রশিক্ষণার্থী বৃন্দ , অনুষ্ঠান টি সম্পূর্ণ সঞ্চালনায় ছিলেন আশিক মাহমুদ প্রমুখ।