অন্যান্য

রাজৈরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণনাট্য  রালি ও আলোচনা সভা ।

  প্রতিনিধি 18 August 2025 , 4:06:25 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার 
অভয় আশ্রম গড়ে তুলি
দেশি মাছে দেশ গড়ি।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
১৮ ই আগষ্ট রোজ সোমবার সকাল ১০ ঘটি কার সময় নানা আয়োজনে রাজৈর উপজেলা ও উপজেলা  মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রালি ও উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন করে , মৎস্য সপ্তাহের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক ।
রালি শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন কি কি পদ্ধতিতে মৎস্য চাষ করলে মাছের ফলন ভালো হবে  সে সকল বিষয় বক্তারা তুলে ধরেন এবং কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে হবে, কারেন্ট চায়না জাল ব্যবহার করলে ছোট ছোট মাছের রেণু ধ্বংস হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।‌
উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, তিনি মৎস্য সপ্তাহের উপর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্ধ্যা দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কাজী নজরুল ইসলাম  আরও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবু ননী গোপাল, মৎস্য অফিস সহকারী মোঃ আব্দুল মান্নান, পরিশেষে সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ