মাহামুদুল হাসান রনি
মাদারীপুরের রাজৈরে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন ও রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১০ মার্চ) বিকেলে ইশিবপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ইশিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইশিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিয়ার রহমান হিরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলার সাবেক আমির ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আলী আহমেদ আকন, পৌর আমীর শেখ মোশাররফ হোসেন, উপজেলা নায়েবে আমির মাস্টার নজরুল ইসলাম খান, উপজেলা সেক্রেটারি কাজী নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করেন। বক্তব্য শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।