অপরাধ

রাজৈরে বদর পাশা বনাম পশ্চিম রাজৈর দুই গ্রুপের সংঘর্ষ

  প্রতিনিধি 14 April 2025 , 4:18:34 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

গত কাল ১২ এপ্রিল আনুমানিক সাত ঘটি কার সময় পূর্ব সুস্থতার জেরে দ্বিতীয় ফাইনাল খেলার সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। রাজৈর ব্যাপারী পাড়ার মোড়ে পশ্চিম রাজৈর খেলোয়াড় এবং বদর পাশা নতুন ব্রীজ এর উত্তর পাড়ে বদর পাশার খেলোয়াড় যখন মারমুখী ভূমিকায় অবতরণ হয় তখন ঘটনাস্থলে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান ও ওসি তদন্ত বাবু সঞ্জয় কুমার ঘোষ প্রাণপণ চেষ্টা করে ও ঘটনা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় । শুরু হয় ব্যাপক সংঘর্ষ সকলের হাতে লাঠি, ইট, ট্যাটা ,দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চলে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করে যেহেতু রাতের বেলা কিছু দেখা যায় না বিভিন্ন দিক দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করায় এই সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হয়। আহতদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এই সংঘর্ষে নিহতের কোন খবর পাওয়া যায়নি। এছাড়াও উভয় পাশের অনেক দোকান লুট পাট ও ভাঙচুর করে সরজমিনে গিয়ে দেখা যায়। উভয় পক্ষের ১৫/২০ জন আহত হয়। এছাড়াও বদর পাশা পুরাতন ব্রীজের গোড়ায় গৌতম স্টোর সত্বাধিকারী সুবাস চন্দ্রের ছেলে গৌতম এর দোকান ফ্রিজ ভাঙচুর করে এবং আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল লুট পাট করে ও ফ্রিজ ভাঙচুর করে মোট আনুমানিক ৬০/ ৭০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদারীপুর জেলা থেকে অতিরিক্ত পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ