স্টাফ রিপোর্টার ।
আজ ২৫ মে রোজ রবিবার সকাল ১০-৩০ মিনিটের সময় রাজৈর উপজেলা ভুমি অফিসের নানা আয়োজনের মধ্য দিয়ে ভুমি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত ভুমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার ও সরকারি কমিশনার ভূমি অতিরিক্ত দায়িত্ব, রাজৈর মাদারীপুর মোঃ মাহফুজুল হক। তিনি বলেন নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি, নামজারি করুন হোল্ডিং খুলুন জমি ও সম্পদ রক্ষা করুন, নিজের কাজ নিজে করুন দালাল ও প্রতারক প্রতারক থেকে দূরে থাকুন, (বিশেষ সেবা সমৃহ,)
ভূমি উন্নয়ন কর পরিষদ, ই- নামজারি, আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিয়ার ও খতিয়ান প্রদান, ভূমিহীনদের মতো বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত হস্তান্তর, চান্দিনা ভিটির ইজারা নবায়ন, ই-পর্চা গ্রহণ পদ্ধতি, রেকর্ড রুম থেকে সার্টি ফাইড কপি, বিবিধ আপিল মামলা দ্রুত নিষ্পত্তি, অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ ও গণ শুনানি। উক্ত রালি ভুমি মেলায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, রাজৈর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল, রাজৈর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মো খাইরুল আলম, রাজৈর উপজেলা ভূমি অফিস সহকারী মোঃ ফারুক হোসেন রাজৈর উপজেলা ভুমি অফিস সহকারী সুমন মন্ডল , মোঃ সরোয়ার হোসেন, রাজৈর উপজেলার এগারোটি ইউনিয়ন ভুমি তহশীলদার, বৃন্দ ও সহকারী তহশীলদার, বৃন্দ রাজৈর উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ ও সুশীল সমাজ।