স্টাফ রিপোর্টার
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। ভোর রাতের দিকে রাজৈর উপজেলার দক্ষিন বিদ্যা নন্দী তালপট্টি তিন রাস্তার মোড় থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো একটি হাইস মাইক্রো গাড়ি নাম্বার ঢাকা মেট্রো চ ২০--১৭৪১ গাড়ি টি দেখতে পায়।
এ সময় সন্দেহ হলে চালকসহ গাড়িটা আটক করা হয়। এক পর্যায়ে তল্লাশি করে এলকোহল যুক্ত ৮ ক্যান (বোতল) বিয়ার সহ মনিরুজ্জামান কে আটক করে রাজৈর থানা পুলিশ।
মনিরুজ্জামানের বাড়ি শিবচর উপজেলা বন্দর খোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা যায়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি কে অবহিত করেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূয়া স্টিকার লাগানো একটি মাইক্রো গাড়ি সহ মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে।
এসময় হাইস মাইক্রোবাস থেকে নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
আজ শনিবার ২ আগস্ট দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।
এবিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন রাজৈর উপজেলা বিদ্যা নন্দি এলাকা বিশেষ অভিযান চালিয়ে নির্বাচন কমিশন এর স্টিকার লাগানো
হাইস মাইক্রোবাস এবং গাড়ির ভেতরে মাদকদ্রব্য বিয়ারের ৮ টি কান পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।