সারাদেশ

রাজৈর উপজেলায় ফিলিস্তিনিদের প্রতি নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ।

  প্রতিনিধি 22 March 2025 , 7:26:48 প্রিন্ট সংস্করণ

মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে মিমজল  মুফতির  সভাপতিত্বে এবং সমিতির উপদেষ্টা মোঃ সুমন ফকিরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা রাজৈর উপজেলা ধর্ম প্রাণ মুসলমান, মুসলিম দেশ ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন, নিপীড়ন, হত্যাযজ্ঞ , ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করে।
আজ ২১ মার্চ রোজ শুক্রবার জুম্মার নামাজের পর রাজৈর উপজেলা বাসি বিভিন্ন পাড়া, মহল্লা, গ্রাম, থেকে খন্ড খন্ড ভাবে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে একত্রিত হয়, রাজৈর  উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে , বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 উক্ত অনুষ্ঠানে রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান গন বিবেকের তাড়নায় বজ্র কন্ঠ ভাবে  প্রতিবাদ জানানোর জন্য এই  পবিত্র মাহে রমজানের রোজা রেখে পড়ন্ত দুপুরে মানববন্ধনে সমাবেত হয়, উক্ত মানববন্ধন অনুষ্ঠানে  বক্তব্য রাখেন , সমিতির প্রধান উপদেষ্টা মেজবাউল বাবু হাওলাদার, সাবেক সভাপতি মুরাদ মাতুব্বর, মাওলানা ফখরুল আহমেদ, ইমাম শাহরিয়ার, অ্যাডভোকেট মফিজুর ইসলাম ,উপজেলা মসজিদের ইমাম, হাসপাতাল মসজিদের ইমাম এবং বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ