স্টাফ রিপোর্টার
২৯ মে রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটি কার সময় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণনাট্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রালি শেষে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ শামীম আক্তার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডাক্তার শুভ পুষ্টি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে আলোকচিত্র পাঠ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি রাজৈর উপজেলা সুযোগো নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক।
তিনি বলেন শিশু অবস্থা থেকে বাচ্চাদের বেশি বেশি করে শাকসবজি ফলমূল ডিম দুধ এসকল পুষ্টি জাতীয়
পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। সঠিক সময়ে ঘুম হাঁটাচলা করাতে হবে এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করাতে হবে। আরও বক্তব্য রাখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মোঃ শামীম আক্তার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা ডাঃ ফারজানা খানম, রাজৈর উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতী ছন্ধ্যা দেবনাথ, রাজৈর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা ।
উপস্থিত ছিলেন রাজৈর বদর পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার,বি,আর ডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধা রানী , হাসপাতালের নার্স সহ কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীগন। আলোচনা শেষে গরীব অসহায় মহিলাদের মধ্যে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়।