অন্যান্য

রাজৈর এ ভ্যানচালক আকাশ হত্যার ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেফতার:ভ্যানসহ মোবাইল ফোন উদ্ধার।

  প্রতিনিধি 14 August 2025 , 1:59:45 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার

গত ৩০/০৭/২০২৫ খ্রি. তারিখ রাজৈর থানাধীন নয়ানগর মাঝকান্দি সাকিনস্থ মোতালেব মোল্লার বসত ঘরের পূর্বপাশে অজ্ঞাতনামা একজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়। আশপাশের লোকজনের মাধ্যমে সংবাদ পাইয়া মৃত ব্যক্তির পরিবারের লোকজনসহ আত্মীয়-স্বজন আসিয়া মৃতদেহ শনাক্ত করেন। মৃত আকাশ আকন (১৮) একজন ব্যাটারি চালিত অটো ভ্যান চালক। প্রতিদিনের মতো ২৯ জুলাই ভ্যানগাড়ি নিয়ে কাজের সন্ধানে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে আকাশের পিতা মোঃ আমজাদ আকন (৫০), পিতা-সদর উদ্দিন আকন, সাং-পশ্চিম রাজৈর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-৩১/০৭/২৫ খ্রি. ধারা-৩০২/২০১/৩৯৪/৩৪ দ: বি:।

পুলিশ সুপার, মাদারীপুর জনাব মোঃ নাঈমুল হাসান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপঃ) জাহাঙ্গীর আলম এর সার্বিক নেতৃত্বে রাজৈর থানা এবং ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৩/০৮/২০২৫ খ্রি. দিবাগত রাতে রাজৈর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনার সহিত জড়িত আসামী হায়দার শেখকে তাহার নিজ বাড়ি থেকে গ্রেফতার করিয়া তাহার কাছে থেকে মৃত আকাশ আকন এর ব্যবহৃত সিমফোনি মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরবর্তীতে হায়দার শেখকে জিজ্ঞাসাবাদে তাহার দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত আসামী মোঃ আবু বক্করকে তাহার নিজ বাড়ি হইতে গ্রেফতার করা হয়। আবু বক্করকে জিজ্ঞাসাবাদে এবং তার প্রদত্ত তথ্য মতে রাজৈর থানাধীন হৃদয়নন্দি সাকিনস্থ জনৈক এমদাদুল ফকির এর গ্যারেজ হইতে মৃত আকাশ আকনের ব্যাটারী চালিত অটো ভ্যানটি উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আসামীরা রাতের বেলায় বিভিন্ন এলাকায় ফাঁকা রাস্তায় সংঘবদ্ধভাবে থাকিয়া সুযোগ বুঝে ইজি বাইক, অটো ভ্যান চালকদের হাত পাঁ বাধিয়া এবং ক্ষেত্র বিশেষে চালককে হত্যা করিয়া ইজি বাইক, অটো ভ্যান ছিনতাই করে নিয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। মূলত নেশার টাকা সংগ্রহ করার জন্যই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সহজ টার্গেট মনে করে অটোরিকশা চালকদের তাদের শিকারে পরিনত করে।

* গ্রেফাতারকৃত আসামীদের নাম-ঠিকানা:
১। মোঃ আবু বক্কর কাজী (২৮), পিতা-মোঃ কামরুল কাজী, সাং-সুন্ধিকুড়ি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর।
২। মোঃ হায়দার শেখ (৪০), পিতা-মৃত বারেক শেখ, সাং-নয়াকান্দি, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর।
থানার ,এফআইআর নং-১৬, তারিখ- ১৪ জুন, ২০২০; জি আর নং-১৩৩, তারিখ- ১৪ জুন, ২০২০; সময়- ১২:৩৫ ঘটিকা ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/ ১১৪ পেনাল কোড-১৮৬০; এজাহারে অভিযুক্ত ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ