অন্যান্য

রাজৈর কদমবাড়ি ইউনিয়নে গাঁজা সহ আটক ( ১)

  প্রতিনিধি 10 August 2025 , 3:50:42 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার।

১০ ইং আগষ্ট রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটি কার সময় মাদারীপুর জেলা রাজৈর উপজেলা কদম বাড়ি ইউনিয়নের গজারিয়া নামক স্থানে মাছের ঘের এর মাঝখানে একটি ছোট টল ঘর উঠিয়ে অনেক দিন যাবৎ মাদক ব্যবসা চালাচ্ছিল।
এরকম একটি খবর গোপন সংবাদের ভিত্তিতে পাওয়ার পর রাজৈর থানার এসআই মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স সহ নৌকা যোগে মাদক ব্যবসায়ীর কাছে গিয়ে পৌঁছানোর পর তার সব কিছু তল্লাশি করে আসামির নিকট থেকে ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার করে ।
আসামি মৃত এলেম শেখের ছেলে মোঃ ছিদ্দিক শেখ ৭০ কে গাঁজা সহ আটক করে রাজৈর থানা পুলিশ।

এবিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান আই ওয়ান টেলিভিশন সাংবাদ দাতাকে বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন রাজৈর উপজেলা কে সম্পূর্ণ মাদক মুক্ত রাজৈর উপহার দেওয়ার জন্য যা কিছু করার দরকার রাজৈর থানা পুলিশ সদাসর্বদা প্রস্তুত। আসামি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দেখানো হয়েছে, আগামীকাল ১১ আগস্ট আদালতে প্রেরণ করা হবে বলে জানান ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ