প্রতিনিধি 30 July 2025 , 10:42:34 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার
মাদারীপুর রাজৈর টেকেরহাট হাইওয়ের রাস্তার দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও রাজৈর থানা পুলিশ। সোমবার (২৯ জুলাই) রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত টানা এ অভিযান চলে।
রাজৈর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এবং রাজৈর থানার পুলিশ অভিযানে অংশ নেয়।
এ সময় হাইওয়ের রাস্তার উভয় পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট, খুঁটি ও অন্যান্য স্থাপনা এক্সকেভেটর (ভেকু) দিয়ে অপসারণ করা হয়।
যেহেতু ২৯ জুলাই দুপুর ১ টার সময় দোকান মালিকদের নিয়ে সেনাবাহিনীর আলোচনা সাপেক্ষে আজকের অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পুরো অভিযানে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন রাজৈর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হাসান।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে হাইওয়ের পাশে গড়ে ওঠা এসব অবৈধ দোকানপাট যানজট ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল। প্রশাসনের এ উদ্যোগে জনমনে স্বস্তি প্রকাশ করেছে পথচারীরা ।