স্টাফ রিপোর্টার।
ভাই এর সাথে ভাই এর জমি জমা নিয়ে বিরোধের কারণে এই ঘটনা সংঘটিত হয়।
আজ ১০ জুন হাফিজের বাড়িতে তার আপন ছোট ভাই সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে লুটপাট করে।
ঘটনা সূত্রে জানা যায় হাফিজ হাওলাদার এর আপন ছোট ভাই মফিজ হাওলাদার তার দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাঙ্গামা শুরু হয়। কাজের এক পর্যায় হাফিজ হাওলাদার তাকে বাধা প্রদান করে, হাফিজ হাওলাদার এর তার নিজ জায়গায় মফিজ ঘর তুলতে ছিল তাতে বাধা দেওয়ায় এক পর্যায় মফিজ এসে হাফিজ কে অকাথ্য ভাষায় গালিগালাজ করে, পরে হাফিজ হাওলাদার যখনই বলে যে এই জায়গা আমার তুই কেনো আমার জায়গায় টিন কেটে তোর ঘর তুলছিস ? ঐসময় মফিজের বু এসে গালিগালাজ শুরু করে ঘটনার এক পর্যায় হাফিজ ও গালিগালাজ করে। তখনই হাফিজ সহ তার মা মেয়ে ও বউকে মেরে হাফিজের ঘরে থাকা ১ লক্ষ টাকা সহ আনুমানিক ৩ ভরি মত স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, মফিজ, ও মফিজের বউ, মফিজের শাশুড়ি সহ ওখানে থাকা ভাড়া করা সন্ত্রাসী দিয়ে বাড়ি ঘর তছনছ করে ও লুটপাট চালায় ।
এ ব্যাপারে রাজৈর থানার ডিউটি অফিসার মোঃ শহিদুল সাংবাদিক কে মুঠো ফোনে জানাই এ ব্যাপারে উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।