প্রতিনিধি 28 March 2025 , 5:17:15 প্রিন্ট সংস্করণ
মাহমুদুল হাসান রনি
রাজৈর রিপোর্টার্স ইউনিয়নের উদ্যোগে টেকেরহাট বন্দরের তালুকদার ডিজিটাল প্লাজায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ মার্চ বৃহস্পতিবার রাজৈর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক এফ.আর.মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা এডভোকেট গৌরাঙ্গ বসু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজৈর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল কবীর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সভাপতি এস এম ফেরদাউস হোসাইন, সাংবাদিক মাসুদ খন্দকার,সাংবাদিক সুবল মজুমদার, সাংবাদিক মেহেদী হাসান সোহেল, সাংবাদিক আউয়াল ফকির, সাংবাদিক অনাদি কুমার মন্ডল, সাংবাদিক আলী শেখ, এস এম মেহেদি হাসান সনেট প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।