প্রতিনিধি 25 February 2025 , 2:40:00 প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা রাজৈর উপজেলা বদর পাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৩১ নং শংকরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে ও নানান সাজে সেজে তাদের ক্রীড়া নৈপুণ্য বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাজৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আঃ ছালাম মিয়া এর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাবুল মিয়ার সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা, বদর পাশা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তপা বিশ্বাস,অবসর প্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ দাইউম বয়াতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দত্ত বলেন বদর পাশা ইউনিয়নের যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তাদের মধ্যে ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষায় খেলা ধুলা শরীর চর্চা প্রতিটা বিষয়ে উক্ত বিদ্যালয় এগিয়ে আছে। তিনি আরো বলেন এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০০ উর্ধ্বে সেই তুলনায় এখানে শিক্ষকের সংখ্যা ক্লাস রুম খুবই নগণ্য । বিদ্যালয়ের কিছু অসমাপ্ত কাজ রয়েছে যেগুলো করা একান্ত প্রয়োজন ছাত্র-ছাত্রীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করে। তার মধ্যে তিন তলা বারান্দা রেলিং ও শহীদ মিনার করা বিশেষ প্রয়োজন বলে দাবি করেন। উপস্থিত বদর পাশা ইউনিয়নের চেয়ারম্যান ও রাজৈর উপজেলা শিক্ষা অফিসার কে এ বিষয়ে অবহিত করেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সময় অভিভাবক শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি রাজৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম মিয়া অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।