মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর জেলা রাজৈর উপজেলা কদম বাড়ি ইউনিয়ন নটা খোলা থেকে শ্যামল লাইনের খামার থেকে ৫ টি চুরি হওয়া গরু ৩ জন চোর ট্রাক সহ রাত আনুমানিক ২-৩০ মিনিটের সময় টেকেরহাট গোল চত্বর এলাকা থেকে আটক করে রাজৈর থানা পুলিশ।
আজ ১৭ মার্চ রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক ২-৩০ মিনিটের সময় রাজৈর থানার এসআই মোঃ জাহাঙ্গীর ও এস আই রিপনের নেত্রীত্বে টেকেরহাট হায়ওয়ে রাস্তা থেকে পাঁচটি গরু, তিন জন চোর ও ট্রাক সহ আটক করে রাজৈর থানায় আনা হয়।যে তিনজন আটক হয়েছে তাদের জবানবন্দি
অনুযায়ী জানা যায় ওরা মোট আট জনের একটি সংঘবদ্ধ দল ছিল আমরা কয়েকজন অন্য জেলার স্থানীয় মাদারীপুর জেলার আরো ৪-৫ জন রয়েছে বলে জানান। আট জনের মধ্যে ট্রাকের বাহিরে যারা ছিল তারা পুলিশ দেখে ট্রাক থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ট্রাকের ভেতরে যারা ছিল তিনজন রাজৈর থানা পুলিশ গরু, ট্রাকসহ তিনজন কে আটক করতে সক্ষম হয়। আটক ব্যাক্তিরা হলেন মোঃ টুটুল ২৮ পিতা আব্দুর রহমান খন্দকার ,সাং মাঝি গাতি কাশিয়ানী গোপালগঞ্জ ২/ ফরহাদ ১৯ পিতা মুনু ফকির সাং কাতি বাঁতাই গ্রাম সালতা ফরিদপুর, ৩/ সোহেল ২৮ পিতা ইসমাইল হোসেন চৌমুহনী কালুখালী রাজবাড়ী। রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান বলেন গ্রেপ্তারকৃত আসামীদের নামে একাধিক মামলা রয়েছে বলে জানান। আসামি সোহেলের নামে পাঁচটি মামলা টুটুলের নামে রয়েছে তিন টা মামলা ফরহাদের নামে রয়েছে একটি মামলা উভয় আসামীদয় একাধিক মামলার আসামি।গরু ফার্ম মালিক কদম বাড়ি ইউনিয়ন নটা খোলা বাবু শ্যামল গাইন এস এম খান ডিগ্রী কলেজ ওলপুর কলেজের ক্রীড়াবিদ গোপালগঞ্জ । গরুর খামারি মালিক সাক্ষাৎকারে বলেন রাত একটার দিকে আমার হঠাৎ ঘুম ভেঙ্গে যায়, তারপর গরু ফার্মের দিকে তাকিয়ে দেখি গেট খোলা তাড়াহুড়া করে ফার্মের ভিতর গিয়ে দেখি ছয়টা গরু ছিল তার মধ্যে একটি হয়েছে পাঁচটি কে বা কারা চুরি করে নিয়েছে গেছে খবর টি দ্রুত এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে প্রতিবেশী আত্মীয়-স্বজন যে যার মত এলাকায় ছড়িয়ে পড়ে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন রাস্তায় খোঁজখবর নিতে থাকে এমন সময় পথ চলতি এক ব্যক্তি বলে কিছুক্ষণ আগে একটি ট্রাক এদিকে গেছে । এই কথা শোনার পরে দ্রুত টাকের টেকেরহাট বন্ধুবান্ধবকে ফোন দিই খবরটি জানায় । টেকেরহাট আমার এক বন্ধু রাজৈর থানা পুলিশ প্রশাসনকে জানাই প্রশাসন তৎপর হয়ে যায় এবং গরু সহ একটি ট্রাক আটক করতে সক্ষম হয় রাজৈর থানা পুলিশ । তখন রাত আনুমানিক ২-৩০ মিনিট হবে ,মেসার্স ভাই ভাই টাইলস ( ৩) নামক ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো ড ১৪/৮৮০২ ট্রাক টিকে আটক করে নিয়ে যায় রাজৈর থানা পুলিশ। এই নিউজ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।