নাজমুল হোসেন সানা ( পাইকগাছা, খুলনা )
অসময়ে উজান থেকে নেমে আসা ঢলে পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের পূর্ব মালোপাড়ায় বয়লীয়া নদীতে খালের মুখ থেকে কমরগাজী বাড়ির মুখ ( প্রায় ২০০ ফুট ) পর্যন্ত ভাঙ্গন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনকবলিত এলাকার মানুষেরা।
গত কয়েক দিনের ভাঙনে ইতোমধ্যেই নদীগর্ভে চলে গেছে বসতবাড়ির কিছু অংশ । বর্ষা মৌসুমে নদীর জোয়ারের পানিতে ওই এলাকা পানিতে ডুবে যাই এতে করে অনেক গাছ গাছালির ক্ষতি হয়।
এলাকার মানুষেরা বলেন, ‘আমাদের আশপাশের মানুষের বাড়িঘর নদীতে চলে গেছে। অনেক মানুষের নদীর তীরে বাড়ি ছাড়া আর কিছুই নাই। যে টুকু আছে সেটা টুকু বসতবাড়ি কখন নদীতে চলে যাবে তাই নিয়ে চিন্তায় রাতে ঘুমাতে পারে না।
খোঁজ নিয়ে জানা গেছে, রাড়ুলী পূর্ব মালোপাড়ায় খালের মুখ থেকে কমরগাজী বাড়ির মুখ ( প্রায় ২০০ ফুট ) পর্যন্ত নির্দিষ্ট বেড়িবাঁধ না থাকায় বয়লীয়া নদীতে স্রোত বেশি হওয়ায় এর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
সরেজমিন দেখা গেছে, রাড়ুলী পূর্ব মালোপাড়ায় ওই জায়গায় নির্দিষ্ট বেড়িবাঁধ না থাকায়। ওই এলাকার কিছু বসতভিটা ও বাগানের জমি নদীতে বিলীন হয়ে গেছে।
কিছু অংশে ভাঙনরোধে বস্তায় ভরে নদীতে বালু ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। এতে তেমন কোন ফল পাওয়া যাইনি।
রাড়ুলী পূর্ব মালোপাড়ার এলাকার মানুষেরা বলেন, ‘নদীতে যখন ভাঙন শুরু হয়, তখন মেম্বার-চেয়ারম্যানকে জানাই। তারা তাদের মতো করে চেষ্টা করেছে কিন্তু তেমন কোনো ফল পাওয়া যানি। এখন তো নদী সব নিয়ে গেছে, এখন আমাদের কী হবে! ছেলেমেয়ে নিয়ে কোথায় থাকবো আর কী করবো। সরকার যদি সাহায্য না করে, তাহলে আমাদের কিছুই করার নাই।’