প্রতিনিধি 8 October 2024 , 5:31:30 প্রিন্ট সংস্করণ
প্রতিমা তৈরির কারিগর জগন্নাথ রায় ও দীনাবন্ধু রায় জানান, প্রতিটি প্রতিমা তৈরিতে আকারভেদে আমরা মজুরি নিচ্ছি ২৫ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। প্রতি বছরের চেয়ে এবছর প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় এক-একটা প্রতিমা তৈরিতে আগের চেয়ে বেশি খরচ হচ্ছে বলে জানান তারা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্তদেব জানান, ইতিমধ্যে আমাদের প্রতিমা তৈরির কাজ শেষে রঙের কাজের শেষ মূহুর্ত। আমাদের রাণীশংকৈলে কোনো সমস্যা নাই। আমরা মনে করি আনন্দঘন ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী মাঠে কাজ করবে।