প্রতিনিধি 23 July 2025 , 5:39:55 প্রিন্ট সংস্করণ
মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়েছেন এক মৎস্যচাষি। দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মারা গেছে। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নে তুলপাই ঈদ বাজার সংলগ্ন কালির মন্দির পুকুরে ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য মৎস্যচাষিরাও আতঙ্কে রয়েছেন। স্থানীয় লোকজন মনে করছেন, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা থেকেই কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী তুলপাই গ্রামের শাহজাহান মোল্লা জানান, আমি দীর্ঘদিন ধরে তুলপাই বাজার সংলগ্ন সনাতন ধর্মাবলম্বীদের ৪৮ শতাংশ কালির পুকুর, সনাতন ধর্মাবলম্বী কালি মন্দিরের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসছি । আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি চক্র মঙ্গলবার গভীর রাতে পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে। এতে আমার পুকুরের ১ লাখ ৩০ হাজার পোনা মাছ মারা যায়। আমি কচুয়া থানার প্রশাসনের কাছে অনুরোধ করছি দোষীদের সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।
এসময় ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম জানান, সকাল বেলা চা নাস্তা করতে তুলপাই বাজারে আসলে দেখতে পাই আমার চাচাতো ভাই শাহজাহান মোল্লার পুকুরের সব মাছগুলো মরে ভেসে ওঠেছে। যাঁরা এ নেককারজনক ঘটনা ঘটিয়েছে তাদের সর্বচ্ছো শাস্তি দাবি করছি।