নাজমুল হোসেন সানা
রাত পোহালেই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাড়ুলী কর্মকার ও স্বর্ণ কর পূজা মুন্দিরের কাজ শেষ মুহূর্তে প্রস্তুতি। মন্ডপে মন্ডপে প্রতিমার রং আচঁড় শেষে চলছে সাজসজ্জার কাজ।
পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী কর্মকার ও স্বর্ণ কর পূজা মুন্দিরের শেষ মুহূর্তে প্রস্তুতি। প্রায় এক দশক এর বেশি ধরে রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী কর্মকার ও স্বর্ণ কর পূজা মুন্দিরের দূর্গা পূজা হয়ে আসছে বলে জানিয়েছে আয়োজকরা।
অসাম্প্রদায়িক দেশের সাম্প্রদায়িক মধ্যদিয়ে এবার শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপন হবে বলে আশা করছে আয়োজকরা। শান্তিপূর্ণ ভাবে উৎসব পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন পূজা মুন্দিরের সভাপতি পলাশ কুমার স্বর্ণ কর।
সবার সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রেখে শান্তি পরিবেশে পূজা শেষ হবে বলে আশা করা যাই।
এখানে সব সময় নিরাপত্তা দিয়ে যাচ্ছে আনসার, ও গ্ৰাম পুলিশ বাহিনী, ও পুলিশ