অন্যান্য

রাফীর সবকিছুই আমার ভালো লাগে: পূজা চেরী

  প্রতিনিধি 7 October 2024 , 5:49:42 প্রিন্ট সংস্করণ

নিজেস্ব প্রতিবেদন

এ সময় হিট মেশিন হিসেবে খ্যাত পরিচলক রায়হান রাফী। তার নির্মাণ মানেই সুপার ডুপার হিট। ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ যেন তার প্রমাণ। ফলে তার সঙ্গে কাজের আগ্রহ অধিকাংশ অভিনয়শিল্পীর আছে। পূজা চেরীও আছেন এ তালিকায়। সেইসঙ্গে জানালেন, রায়হান রাফীর সবকিছুই তার ভালো লাগে।

গতকাল ৫ অক্টোবর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পূজা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রায়হান রাফীর সবকিছুই আমার ভালো লাগে। সে এত মেধাবী এরকম মেধাবী পরিচালক আরও দশজন থাকলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যেত। আমাদের একজনই রায়হান রাফী আছে।’

শুটিংয়ের সময় রায়হান রাফীর বকা খেয়েছেন কিনা জানতে চাইলে পূজা বলেন, ‘যেহেতু তার প্রথম সিনেমা নায়িকা আমি। অতএব আমাকে বকা দেওয়ার অধিকার তার আছে। অন্যদের ব্যাপার জানি না। তবে কাজের স্বার্থে আমাকে বকা দিলে খুশিই হব।’

‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে আগামীকাল ৭ অক্টোবর থেকে। এটি বঙ্গ থেকে মুক্তি পাবে নভেম্বরের শেষে। এই সিরিজের মাধ্যমে প্রথমবার ওটিটিতে নাম লেখাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক রবেল। আরও অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ