অন্যান্য

রাবিতে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা

  প্রতিনিধি 24 November 2024 , 3:23:43 প্রিন্ট সংস্করণ

 

মো: গোলাম কিবরিয়া

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ছাত্রীদের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জিমনেসিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।

 

 

প্রথমবারের এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের দশটি বিভাগ।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন আন্তঃবিভাগ গেমস উপ কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্সেস অনুষদের ডিন ও শৃঙ্খলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক কেএম মোজাফফর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আহসান-উল-আলম।

 

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এতে চিকিৎসা মনোবিজ্ঞান টাই ব্রেকারে ২-১ গোলে জয়ী হয়। ২য় ম্যাচে সংস্কৃত বিভাগ টাই-ব্রেকারে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে ২-০ গোলে পরাজিত করে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ