প্রতিনিধি 15 January 2025 , 5:02:30 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি
রামগঞ্জে বিভিন্ন হাট বাজারে নিম্নমানের সবজি বীজে সয়লাব। এসব বীজ রোপন করে কাঙ্খিত ফসল না পেয়ে দিশহারা কৃষকরা। অভিযোগ রয়েছে, অসাধু বীজ বিক্রেতারা প্যাকেটের গায়ে ফসলের লোভনীয় ছবি ও বাহারি নামে এসব সবজি বীজ চড়া দামে বিক্রি করে প্রতারিত করছেন কৃষকদেরকে। কোন কোন বীজ বিক্রেতা নিজেদের নামে মানহীন বীজ প্যাকেটজাত করে নিজেদের ইচ্ছামত দাম বসিয়ে বিক্রি করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা খোলামেলাভাবে দীর্ঘদিন যাবত এই প্রতারনা করতে পারছেন বলে কৃষকরা আরো অভিযোগ করেন।