অন্যান্য

রামগঞ্জে বাঁধন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

  প্রতিনিধি 4 January 2025 , 12:05:08 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি

পরিচ্ছন্ন নগরী এবং প্রফুল্ল মন’ শ্লোগানে বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার স্থানীয় কেথুড়ি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের কেথুড়ি বাজারে শুক্রবার সকাল ১০টায় ও শনিবার সকাল থেকে ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি এবং কেথুড়ি বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তারা বলেন,”বাজার পরিষ্কার রাখার পাশাপাশি আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। আন্তরিকতার বন্ধনে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী সৃষ্টিই আমাদের লক্ষ্য।”

এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাহ, জাফর উল্যা ভেন্ডার ও হাজী সালাউদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ