প্রতিনিধি 21 November 2024 , 9:43:17 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিনা লাভের সবজি বাজারে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের বিষ্ণপুর তরুণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই বিনা লাভের বাজারের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টা হতে সকাল ১১টা পর্যন্ত স্বল্প আয়ের মানুষের মাঝে সবজি প্রতি কেজি বাজার দর হতে ২০ হতে ৩০ টাকা কম মূল্যে বিক্রি করা হচ্ছে।
এ বাজার প্রতি কেজি পেয়াজ ৯৬ টাকা, আলু ৬৮ টাকা, সীম ৮৮ টাকা, মূলা ৪৬ টাকা, কাঁচা মরিচ ৭৬ টাকা, টমেটো ১১৮ টাকা, লাল শাক ৩০ টাকা, পটল ৪৪ টাকা, বেগুন ৬৮ টাকা, শশা ৬০ টাকা, ফুলকপি ৭০টাকা, কচুর চড়া ৫২ টাকা, ধনেপাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এই দামে জিনিসগুলো কিনতে পেরে ক্রেতারাও অনেক খুশি।
বিষ্ণপুর তরুণ স্পোর্টিং ক্লাবের আরিফ হোসেন, তারেক আজিজ, রাসেল, শান্ত, হৃদয়, ফাহাদসহ বেশ কয়েকজন তরুণ জানান, আমরা এলাকার অসহায়-নীরিহ মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।
এবারের বন্যায় লক্ষ্মীপুরের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাছাড়া এ বছর এ এলাকার মানুষ বন্যার কারণে কোন ধরনের তরি-তরকারি ও শাক সবজি উৎপাদন করতে পারে নাই। তাই আমরা স্বল্প আয়ের মানুষের জন্যই এই উদ্যোগ নিয়েছি। আমরা চেষ্টা করবো সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এ ধরনের বাজার বসানোর জন্য। আর যদি তা না পারি ১৫ দিনে হলেও একবার বাজার বসাবো, ইনশাআল্লাহ।
এ ব্যাপারে লামনগর একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। এলাকার সাধারণ মানুষ সপ্তাহে অন্তত একদিন হলেও কমদামে সবজি কিনতে পারবেন।
রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক বলেন, এরা অনেক ভালো কাজ করছে, এ ধরনের মানবিক কাজ দেশের তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে।