অন্যান্য

রামগঞ্জে মাছ-মাংস ও কাঁচা বাজার ইজারা: কার স্বার্থে স্থানান্তরে এখন বাধা কোথায়

  প্রতিনিধি 27 December 2024 , 3:16:55 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ আলী, রামগঞ্জ

 

রামগঞ্জ পৌরসভার নির্মিত আধুনিক দোতলা মার্কেটটি ২০২৩ সালে শেষ হওয়ার পরেও মাছ-মাংস ও সবজির বাজার সেখানে স্থানান্তর করা হয়নি। ৫ আগষ্টের পরও বাজারটি যথাস্থানে স্থানান্তরিত করা হয়নি বরং ব্যক্তিগত জায়গায় বাজার চালু রেখে তা ইজারা দেয়া হয়েছে। এমন গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ রেখে কার পকেট ভারী হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পৌরবাসীর মধ্যে।

 

২০২২-২০২৩ অর্থবছরে পৌর মাছ-মাংস ও কাঁচা বাজারের জন্য নিয়ম অনুযায়ী টেন্ডার আহ্বান না করে, ব্যক্তিগতভাবে ইজারা দেয়ার অভিযোগ উঠেছে তৎকালীন মেয়র আবুল খায়ের পাটোয়ারীর বিরুদ্ধে। এতে প্রায় ৪০ লক্ষ টাকা রাজস্ব হারিয়েছে পৌরসভা, যা ব্যবহার হতে পারত পৌরসভার উন্নয়নমূলক কাজে।

 

জানা যায়, ২০২০ সালের শেষের দিকে পৌর কর্তৃপক্ষ আঙ্গারপাড়া এলাকার ব্যবসায়ী ছালেহ আহম্মদের কাছ থেকে মাছ ও কাঁচা বাজারের জন্য ১ লক্ষ টাকায় জায়গা লীজ নেয়। সেখানে ৮ লক্ষ টাকা ব্যয়ে সেড নির্মাণ করা হয় এবং ২০২১ সালে ১৮ লক্ষ টাকায় বাজারটি ইজারা দেয়া হয়। তবে পরবর্তীতে ২০২২ ও ২০২৩ সালে নিয়মিত টেন্ডার না করে ব্যক্তিগতভাবে মাছ ব্যবসায়ী নজির আহম্মদকে বছরে ২০ লক্ষ টাকায় মৌখিকভাবে ইজারা দেয়া হয়।

 

ব্যবসায়ী নজির আহম্মদ সেইসময় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে চুক্তি মোতাবেক প্রতি বছর ২০ লক্ষ টাকা দিচ্ছেন। অন্যদিকে, জায়গার মালিক ছালেহ আহম্মদ দাবি করেছেন, মেয়র তার কাছ থেকে জায়গা লীজ নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন এবং গত বছর লীজ নবায়নের নামে সময় চেয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন।

 

পৌরসভার একজন সাবেক কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী পৌরসভার আয়ের একটি বড় অংশ মাছ ও কাঁচা বাজার থেকে আসে। অথচ এভাবে বিধিবিধান উপেক্ষা করে ব্যক্তিগত ইজারা দেয়ার বিষয়টি অস্বচ্ছ এবং অগ্রহণযোগ্য।

 

পৌরবাসীর মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, পৌর এলাকায় রাস্তাঘাটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ। এই ৪০ লক্ষ টাকার রাজস্ব আদায় হলে অন্তত কয়েকটি রাস্তা সংস্কার করা যেত। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত আধুনিক মার্কেট চালু না করে কারা এই অর্থ আত্মসাৎ করছে, তা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, জনগণের স্বার্থে দ্রুত নতুন মার্কেটটি চালু করা হোক এবং এই অনিয়মের তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করা হোক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ