মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রামগঞ্জ পৌর বাইপাস সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ছোট-বড় গর্তে ভরা এ সড়কে চলাচলরত মানুষ চরম ভোগান্তির শিকার। একদিকে রাস্তার উপর নির্মাণ সামগ্রী, অন্যদিকে হসপিটাল ও বাসাবাড়ির সেফটি ট্যাংকির মলমূত্র ও নোংরা পানিতে ডুবে আছে পুরো সড়ক।
সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য যানবাহন এসব গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ফলে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
সড়ক ও জনপথ বিভাগ থেকে নামমাত্র সংস্কার কাজ করা হলেও সপ্তাহ পার না হতেই আবারও গর্তে পরিণত হয় রাস্তা। এতে সরকারি অর্থের অপচয় বাড়ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাভবান হলেও জনগণের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
ছবিটা রামগঞ্জ পুলিশ বক্স চত্বর থেকে পৌরসভা কার্যালয়ের গেট সংলগ্ন বাইপাস সড়ক । এ অংশটি বর্তমানে স্থানীয়দের কাছে একপ্রকার মৃত্যুফাঁদ হিসেবে পরিচিত।
এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।