অন্যান্য

রায়গঞ্জে তৃতীয় দফায় একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, একটি ভাটায় ৩ লক্ষ টাকা জরিমানা।

  প্রতিনিধি 13 March 2025 , 9:58:38 প্রিন্ট সংস্করণ

আবু সাদ

 

সিরাজগঞ্জে রায়গঞ্জে একটি অনুমোদনহীন অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়াসহ একটি ইটভাটায় ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১ টার দিকে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন খামারগাতি গ্রামে অবস্থিত মেসার্স মামা ভাগ্নে ব্রিকসের চিমনি সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয় ও একই জায়গায় মেসার্স প্রত্যয় ব্রিকসে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে রায়গঞ্জ উপজেলা সহকারী ভূমি এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট মোছাঃ খাদিজা খাতুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রসিকিউটারের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তুহিন আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র দপ্তরের পরিদর্শক মোঃ শাহীন আলম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত আইন ২০১৯) এর আলোকে অবৈধ ইটভাটার উপর মোবাইল কোট পরিচালনাকালে বর্ণিত আইনের বিভিন্ন ধারা লংঘন করে অবৈধভাবে ইট ভাটা পরিচালনাকরার অপরাধে এসব ইটভাটায় অভিযান চালানো হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তুহিন আলম জানান, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ