অন্যান্য

রায়গঞ্জে দুই যুবকের মরদেহ উদ্ধার।

  প্রতিনিধি 20 March 2025 , 3:16:20 প্রিন্ট সংস্করণ

 

 

 

রায়গঞ্জ প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ চাচা-ভাতিজার মরদেহউদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাযায় রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার আঞ্চলিক রাস্তার বৈকুণ্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহতরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮)।রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ