আইন আদালত

রায়পুরের ত্রাস “নিশান” গ্রেফতার

  প্রতিনিধি 10 March 2025 , 11:08:40 প্রিন্ট সংস্করণ

আশরাফুল আলম জীবন রায়পুর লক্ষীপুর :

লক্ষ্মীপুরের রায়পুরে তানভির হোসেন নিশান নামে ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শনিবার (৮ মার্চ) লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন এর সার্বিক দিক নির্দেশনা ও রায়পুর-রামগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক এর তত্বাবধানে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া ও এসআই মহিউদ্দিন এর নেতৃত্বে রায়পুর থানার একটি চৌকস টীম দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে একপর্যায়ে তানভির হোসেন নিশান নামে সাজাপ্রাপ্ত ওই আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। যদিও আসামি তানভির পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, তানভির হোসেন নিশান নামে ওই আসামির নামে একটি জি,আর মামলায় ১ বছর ৬ মাসের সাজা, অপর জি,আর মামলায় ১ বছর সাজা এবং আরেকটি জি,আর মামলায় ওয়ারেন্টসহ ৩ টি ওয়ারেন্ট মুলতবি ছিল।

এছাড়াও তার বিরুদ্ধে ৫ টি মাদক মামলা, ১ টি চুরির মামলা, ২ টি ডাকাতি প্রস্তুতি মামলা, ১ টি ডাকাতি মামলা ও ১ টি বিষ্পোরক দ্রব্য আইনে মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে।

এরই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন ধরে তার খোঁজে ছিলাম। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রায়পুর পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

গ্রেপ্তারকৃত তানভীর হোসেন নিশান রায়পুর পৌর শহরের দক্ষিন দেনায়েতপুর এলাকার খোকন মিয়ার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, নিশান এতোটাই হিংস্র প্রকৃতির ছিল যে, সন্ধ্যার পরে তার ভয়ে আমাদের এলাকায় চলাচলেও আতঙ্কিত হয়ে থাকতে হতো।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ