প্রতিনিধি 3 October 2024 , 5:30:12 প্রিন্ট সংস্করণ
জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে নয়াহাট জোড়পুলে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর এজেন্ট শাখার উদ্ভোধন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার কেরোয়া ইউপির নয়াহাট জোড়পুল এ ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
আউটলেটের স্বত্বাধিকারী মারুফ আহম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মোঃ মনজুর হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মমতাজুল হক। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ঢাকা চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মোঃ মিজান উদ্দিন।
এসময় অতিথিরা বলেন, ব্যাংকিং সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার প্রয়াস হিসেবেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চলছে। আশা করি এই এজেন্ট আউটলেট এর মাধ্যমে অত্র এলাকার ব্যাংকিং সুবিধা বঞ্চিত লোকজন আজ থেকে ব্যাংকের সকল সুবিধা ভোগ করতে পারবেন। বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুর শাখার অধীনে ব্যাংকের ৭৪৩ তম এ এজেন্ট আউটলেট উদ্ভোধন করা হয়।