প্রতিনিধি 14 January 2025 , 8:56:21 প্রিন্ট সংস্করণ
মোঃ হাছান আহমাদ ভূঁইয়া
জেলা প্রতিনিধি: (লক্ষ্মীপুর)
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ৮ টায় লক্ষ্মীপুরের রায়পুরে পৌর জামায়াতের উদ্যোগে প্রায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
এসময় তিনি সমাজের সকল বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া তিনি আরও বলেন, ” এটি জামায়াতের একটি চলমান কার্যক্রম। প্রতিবছরের ন্যায় এবারও জামায়াত ইসলামী লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালু রেখেছে”
পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট কামাল উদ্দীন, সহকারী সেক্রেটারী ফজলুল করিম, বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।