অন্যান্য

‎রায়পুরে ২ নং উত্তর চরবংশী ইউ‌নিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। 

  প্রতিনিধি 19 January 2025 , 5:50:57 প্রিন্ট সংস্করণ

 

 

‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুর উপ‌জেলাধীন ০২ নং উত্তর চরবংশী ইউ‌নিয়নে বাংলা‌দেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে চরবংশী খা‌সের হাট বাজার সংলগ্ন ঈদগাহ মা‌ঠে অনু‌ষ্ঠিত হয়।

‎০২ নং উত্তর চরবংশী ইউ‌নিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ ইমাম হোসাই‌নের সঞ্চলনায় ও অত্র ইউ‌নিয়ন জামায়াতের আমীর মাওলানা গাজী মুন‌জির হাসান এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন , লক্ষীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও ছাত্র‌ শি‌বি‌রের সা‌বেক কেন্দ্রীয় সভাপ‌তি জনাব এড. আতিকুর রহমান।

‎বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের ‌সে‌ক্রেটারী জনাব ফারুক হ‌ো‌সেন নুরনবী , ছাত্র শি‌বি‌রের কেন্দ্রীয় ব্যাবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ সালাহ উ‌দ্দিন , উপজেলা জামায়া‌তের আমীর মাওলানা নাজমুল হুদা, ও রায়পুর উপ‌জেলা জামায়া‌তের সেক্রেটারি জনাব এড. আব্দুল আউয়াল রাসেল, রায়পুর উপ‌জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইউছুফ জামাল , সহকারী সেক্রেটারি আবুল কাসেম,সহ জামায়াত-শিবির ও যুব বিভাগের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ