প্রতিনিধি 11 December 2024 , 3:57:06 প্রিন্ট সংস্করণ
মোঃ হাছান আহমাদ ভূঁইয়া ( লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের রায়পুরের ৭নং বামনী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মন্জুল কবির বিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সেক্রেটারি এড আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মনির আহমদ, উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল, সহকারী সেক্রেটারি আবুল কাসেম, কেরোয়া ইউনিয়ন আমীর হাফেজ দেলোয়ার হোসেন, বামনী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি হাফেজ নজরুল ইসলাম মোল্লাসহ জামায়াত-শিবির ও যুব বিভাগের দুই সহস্রাধিক নেতা কর্মী ।