অন্যান্য

রায়পুরে ৮ মামলায় ২১০০০ টাকা জরিমানা আদায়

  প্রতিনিধি 5 March 2025 , 10:13:10 প্রিন্ট সংস্করণ

রায়হান হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায় রাখার জন্য  নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে রায়পুর উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে ৮টি মামলায় মোট ২১,০০০ অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে।
বুধবার (৫মার্চ) বিকেলে রায়পুর  পৌর শহরে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌর শহরের একাধিক পয়েন্টে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ৮টি মামলায় মোট ২১,০০০ অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায় রাখার জন্য  নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এই জনস্বার্থে  অভিযান অব্যাহত থাকবে ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ