অন্যান্য

রায়পুর বামনী‌তে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

  প্রতিনিধি 12 January 2025 , 10:35:38 প্রিন্ট সংস্করণ

 

‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

‌জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)

 

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলাধীন বামনী ইউ‌নিয়‌নে বাংলা‌দেশ জাতীয়বাদী দল বিএন‌পির ইউনিয়ন প্র‌তি‌নি‌ধি সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

 

১১ ই জানুয়ারী রোজঃ শ‌নিবার রায়পুর উপ‌জেলাধীন ০৭ নং বামনী ইউ‌নিয়‌নের ০৪ নং ওয়ার্ড খায়ের হাট বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল ১০ ঘ‌টিকায় শুরু হ‌য়ে দিন ব্যা‌পি উক্ত প্র‌তি‌নি‌ধি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত প্রতিনিধি সভায় ০৭ নং বামনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন সুপার এর সঞ্চালনায় রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সা‌বেক চেয়ারম্যান জনাব ছালেহ আহমদ এর সভাপতিত্বে সভা‌টি উ‌দ্ভোধন ক‌রেন , রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জেড.এম নাজমুল ইসলাম মিঠু,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূইয়া, ও এছাড়া আ‌রো উপ‌স্থিত ছিলেন রায়পুর উপ‌জেলা বিএন‌পির সদস্য সচিব জনাব স‌ফিকুর রহমান ভুঁইয়া,রায়পুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জনাব এড. মনিরুল ইসলাম হাওলাদার, এবং রায়পুর উপজেলা বিএন‌পির যুগ্ন আহ্বায়ক জনাব মিজানুর রহমান মাসুদ ভূঁইয়া ,জেলা কৃষকদলের সভাপ‌তি জনাব মাহবুব আলম মামুন, জেলা কৃষকদলের নেতা মোঃ কাউসার মোল্লাহ সহ রায়পুর উপ‌জেলা ও ইউ‌নিয়ন সহ বিএন‌পির ভি‌বিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্ধ ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ