মোঃ হাছান আহমাদ ভূঁইয়া
নেশা তোমার ভিতর নয় বরং তুমি নেশা নামক খাচার ভিতর বন্দী আছো।, "নেশা হলো নিজের প্রতিই নিজের অত্যাচার। " এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নে মাদক বিরোধী সচেতনতা সভার আয়োজন করা হয়।
৮ জানুয়ারি ( বুধবার) বিকেল ৫ টায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়ন সাইচা গ্রামে মাদক বিরোধী সচেতনতা মহলের আয়োজনে এ মাদক বিরোধী সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,রায়পুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জনাব মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ,০৭ নং বামনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রায়পুর উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক জনাব ছালেহ আহমদ , বিশেষ মেহমাস হিসেবে উপস্থিত ছিলেন , ৭নং বামনী ইউনিয়ন আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনজুল কবির বিএসসি , ০৭ নং বামনী ইউননিয়ন জামায়াতের সেক্রেটারী জনাব আলতাফ হোসেন , ইউপি সদস্য জনাব নুর আলম মিয়াজী সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ,এছাড়াও এলাকাবাসী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।