অন্যান্য

রায়পুর বামনী কলা‌কোপা জামায়া‌তের য‌ুব বিভা‌গের যুব সমা‌বেশ ও প্রস্তুু‌তি সভা অনু‌ষ্ঠিত

  প্রতিনিধি 2 February 2025 , 9:57:21 প্রিন্ট সংস্করণ

 

 

‌মোঃ হাছান আহামাদ ভূঁইয়া

‌জেলা প্র‌তি‌নিধি ( লক্ষ্মীপুর)

 

২২ ই ফেব্রুয়ারী ‌জামায়া‌তের আমীর ডাঃ শ‌ফিকুর রহমা‌নের লক্ষ্মীপুর জেলায় আগমন উপল‌ক্ষে রায়পুর উপ‌জেলার ০৭ নং বামনী ইউ‌নিয়‌নের ০৫ নং ওয়ার্ড কলা‌কোপা জামায়া‌তের যুব বিভাগের প্রস্তু‌ু‌তি সভা ও যুব সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌য়।

 

১লা ফেব্রুয়ারী রোজ : শ‌নিবার , বিকাল ০৪ টায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলাধীন ০৭ নং বামনী ইউ‌নিয়‌নের ০৫ নং কলাকোপা দিনারু‌ন্নেছা সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় সংলগ্ন মা‌ঠে উক্ত যুব সমাবেশের আ‌য়োজন করা হ‌য়ে‌ছে ।

 

এ‌তে ০৫ নং ওয়ার্ড জামায়া‌তের সভাপ‌তি ওসমান গ‌নির সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন , রায়পুর উপ‌জেলা জামায়াতের সহ সে‌ক্রেটারী মাওলানা আবুল কা‌শেম , ‌বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রায়পুর উপ‌জেলা জামায়া‌তের শূরা ও কর্ম প‌রিষদ সদস্য জনাব মোঃ গোলাম ফারুক , ০৭ নং বামনী ইউ‌নিয়ন জামায়া‌তের আমীর জনাব মঞ্জুল ক‌বির বি.এস‌.সি , এবং ০৭ নং বামনী ইউ‌নিয়ন যুব বিভাগের সভাপ‌তি জনাব মোঃ রা‌সেল সওদাগর সহ জামায়াত , শি‌বির ও যুব বিভাগের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্ধ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ