আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ব্যাপক ড্রোন হামলা

  প্রতিনিধি 30 January 2025 , 1:06:56 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। যদিও বেশিরভাগই ধ্বংসের দাবি করেছে মস্কো। জবাবে পুতিন বাহিনীও পাল্টা একশর বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেনজুড়ে। যেগুলোর মধ্যে ৬৫টি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে রাশিয়ার তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়।এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ছোড়া বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে।এদিন পাল্টা হামলা চালিয়েছে পুতিন বাহিনীও। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তারাও ব্যাপক ড্রোন নিক্ষেপ করে। যদিও বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করেছে কিয়েভ।

 

রুশ গণমাধ্যম বলছে, রাশিয়ার হামলায় ইউক্রেনে কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া ধ্বংস হয়েছে একটি কারখানা।ইউক্রেনে স্থল অভিযানও জোরদার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি গ্রাম দখল করেছে।

 

রুশ বাহিনীর দাবি, তারা গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালায়। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা রুশ বাহিনীর এগিয়ে যাওয়া ঠেকাতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।এদিকে, যুদ্ধের রসদ যোগাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জরুরি প্রকল্পগুলো চালিয়ে নিতে নিজ জনগণের অর্থায়ন থেকে সহায়তা নেয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে