অন্যান্য

রিয়া নামের মেয়েটাকে কেনো করলাম বিয়া !!

  প্রতিনিধি 8 December 2024 , 9:39:48 প্রিন্ট সংস্করণ

 

সাংবাদিক মোঃ তারেক রহমান

 

বাপ মায়ে তার আদর করে নাম রেখেছে রিয়া,

মিষ্টি নামের প্রেমে পরে তারে করেছিলাম বিয়া।

বিয়ের পরে মনের সুখে ঘুরছি তারে নিয়া,

সেই বউ হলো চণ্ডালিনী তাড়ায় ঝাড়ু দিয়া।

 

টাকা পয়সা সোনা চান্দি চাইতো যাহা দিছি,

পানের থেকে চুন খসিলে করতো চেচা মেচি।

ঘরের কাজে মন বসেনা মোবাইল নিয়া থাকে,

মাঝ দুপুরে বেরিয়ে যেতো বন্ধুদেরই ডাকে।

 

দিন পেরিয়ে সন্ধ্যা হতো কভু গভীর রাত,

ঝগড়াঝাটি করলে জানি যাবে চলে জাত।

বসে থাকি আশায় আশায় রাতের পরে রাত,

আজে বাজে অনেক খেতো খায়না শুধু ভাত।

 

এমনি করে মাসে মাসে বছর ঘুরে আসে,

বউকে নিয়ে ছিলাম আমি সুদূর পরবাসে।

মনের কষ্ট বুকে চেপে থাকি হাসি মুখে,

কেউ বোঝেনা দুঃখের নদী বইছে আমার বুকে।

 

বিদেশ বিভূঁই দুঃখ বোঝার মা বাবা নেই কাছে,

আমার মতো অভাগা কি এই দূনিয়াতে আছে?

কেমনে মোরা সুখি হবো অষ্ট প্রহর ভাবি,

বউয়ের মনে অন্য ভাবনা ছেড়ে যাবে সবই।

 

এ ঘরে তার সুখ হবেনা ডিভোর্স যে তার চাই,

আটকে রাখার ক্ষমতা যে আমার কাছে নাই।

বনের পাখি পোষ মানেনা দুধ কলা খাওয়ালে,

একদিন সে উড়েই গেলো বসলো অন্য ডালে।

 

শূন্য খাঁচা আছে পরে অনেক স্মৃতি নিয়ে,

রিয়া আমার চলে গেছে বুকে ব্যাথা দিয়ে।

আসবেনা সে ফিরে কভূ সুখের পায়রা পাখি।

তবুও তার স্মৃতি গুলো যতন করে রাখি।

 

আমার মতো যাদের ঘরে আছে এমন রিয়া,

যতন করে বেধে রেখো সোনার শিকল দিয়া।

অভাগা তাই পোষ মানেনি আমার ঘরে রিয়া,

ভাবছি এখন একা বসে করলাম কেনো বিয়া!

 

উৎসর্গঃ জনৈক কারো রিয়া নামের বউকে!

সতর্কীকরণঃ ছড়াটি যদি কারো জীবনের সাথে মিলে যায় তা নিতান্তই কাকতালীয়!

প্রকাশকালঃ সিরাজগঞ্জ ৯ /১২/ ২০২৪ ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ