চট্টগ্রাম কোতোয়ালি থানার উদ্যোগে রোকন প্রার্থী ও অগ্রসর কর্মিদের শিক্ষা শিবির আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা চট্টগ্রাম মোহা নগরির দেওয়ান বাজার বি আই এ ভবনে এই অনুষ্ঠান হয়। এতে জনাব মোস্তাক আহমেদ প্তসাহেবের সঞ্চালনায় কোতোয়ালি থানা জামায়াতের আমির মো আমির হোসাইনের সভাপতিত্বে, অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর জামায়াতের নায়েবে আমির জনাব নজরুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য জনাব মাওলানা আ.ন.ম. সামছুল ইসলাম সাহেব।
অনুষ্ঠানে প্রধান বক্তা রোকন প্রার্থী ও অগ্রসর কর্মিদের উদ্দেশ্যে বলেন আপনারা আগামিতে জামায়াতের রোকন হবেন এবং রোকন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নিজেদের তৈরি করে নিচ্ছেন নিজেদের যোগ্য করে নিচ্ছেন সকল দিক থেকে নিজেদের ইসলামি সেনানি হিসেবে তৈরি করে নিচ্ছেন। এর একটু ব্যতিক্রম হলে সহজে রোকন হতে পারবেননা। মনে রাখবেন যেমন আপনি সততায় নিজের অবস্থান পরিবর্তন করতে হবে তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জিবনের সকল ক্ষেত্রে রাসুল( স:) ও তার সাহাবিদের পথ অনুসরণ করতে হবে। মোদ্দা কথা হালাল উপার্জন করতে হবে মিথ্যা পরিহার করতে হবে সুদ ঘুষ ছুড়ে পেলে দিতে হবে তেমনি ভাবে প্রচুর কোরআন হাদিস ও ইসলামি সাহিত্য অধ্যায়ন করতে হব ইত্যাদি। পরে মুনাজাতের মাধ্যমে রাত ১১ টায় প্রোগ্রামের মুলতবি ঘোষণা করা হয়।