নিজাম উদ্দীন
ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ও ভৈরব ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মোছা. সামিয়া আক্তার(২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাজীবাড়ি মনিচ এলাকার ইমরান হোসেনের স্ত্রী ও রত্না বেগম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আদমপুর এলাকার স্বামী-ফারুক মিয়ার স্ত্রী। তারা দু’জনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী হুজুরবাড়ি এলাকায় বসবাস করেন।
রবিবার, ২৯ ডিসেম্বর রাত ৮টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা সংলগ্ন জনৈক মানিক মিয়ার মালিকানাধীন মের্সাস মানিকের রড সিমেন্টের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে DCb television কে বিষয়টি জানান র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।
এ বিষয়ে নান্দাইল মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
S/KS