প্রতিনিধি 22 October 2024 , 8:38:07 প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের পৃথক দু’টি অভিযান চালিয়ে রামু তেচ্ছিপুল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় র্যাব ও বিজিবি’র সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।এ সময় ৪ মাদক কারবারী গ্রেফতার হয়েছে।রবিবার (২০অক্টোবর) রাত অনুমান সাড়ে ৮ টার দিকে র্যাব-১৫ এবং কক্সবাজার ৩৪ বিজিবি’র যৌথ অভিযানিক দল রামু তেচ্ছিপুল, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু-পশ্চিমকুলস্থ জনৈক ভুলু সওদাগরের বাড়ি থেকে প্রায় দেড়শো গজ দূরত্বে পশ্চিম পাশে বালুখালী-কাস্টমস-তুমব্রু সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এ সময় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি সন্দেহজনকভাবে চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে যৌথ বাহিনী কর্তৃক সিএনজি’টির গতিরোধসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদের তল্লাশী করে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত রেজিষ্টেশন বিহীন সিএনজি’টি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন,
মোঃ শাহজাহান (৩৫),পিতা-মোঃ ফরিদ আলম, মাতা-মছুদা বেগম,মোঃ আনোয়ার ইসলাম (৩৭), পিতা-মোঃ আব্দুর রহিম, মাতা-ইসলাম খাতুন ও
মোঃ জসিম উদ্দিন (২২), পিতা-সৈয়দ হোসেন, মাতা-মৃত সাহারা খাতুন।তাদের সকলের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল এলাকায়
অপরদিকে যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রি বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য(গাজাঁ) সহ লন্ডন এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহি একটি বাসযোগে (যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ব-১৩-২৫০৪) চট্টগ্রাম হতে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২১ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ০৯.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ তেচ্ছিপুল জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। উক্ত চেকপোষ্ট তল্লাশী চলাকালীন র্যাবের আভিযানিক দল লন্ডন এক্সপ্রেস পরিবহনের বর্ণিত যাত্রিবাহী বাসটি থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি করে। তল্লাশিকালে গাড়ির ভিতরে থাকা একজন ব্যক্তিকে দেখে সন্দেহজনক মনে হলে র্যাব কর্তৃক তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা একটি সাদা প্লাষ্টিকের বস্তা হতে সর্বমোট ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
আসামীর পরিচয়-নজরুল ইসলাম প্রকাশ আজিজ (৫৫), পিতা-মৃত আতিকুল্লা, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-বুদ্ধিমন্তপুর, পোঃ-বুদ্ধিমন্তপুর, কনকপুর ইউনিয়ন, থানা-মৌলভী বাজার সদর, জেলা-মৌলভী বাজার বর্তমান সাং-তুলাতলী, মামুনের মা এর ভাড়া বাসা, বাসা নং-০৩, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম বলে জানা যায়।