মোঃ হাছান আহমাদ ভূঁইয়া
জেলা প্রতিনিধি (লক্ষীপুর)
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসননের উপদেষ্টা ও লক্ষীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাত পর্যন্ত দুর্গাপূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন সবেক সাংসদ আবুল খায়ের ভুঁইয়া। এ সময় পূজামন্ডপ আসা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় আবুল খায়ের ভূঁইয়া বলেন, সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না পারে সেজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্দেশ দেন।
দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছেন তিনি। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে বিএনপি'র নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ বি এম জিলানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এড্যভোকেট এমরান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সফিকুল আলম আলমাস, পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,সাধারন সম্পাদক নুরে হেলাল মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছায়সেবক দল, কৃষক দল ও তাঁতীদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।