অন্যান্য

লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  প্রতিনিধি 29 October 2024 , 6:33:10 প্রিন্ট সংস্করণ

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

জেলা প্রতিনিধি (লক্ষীপুর)

লক্ষ্মীপু‌রে রায়পুরে পা‌নি‌তে ডু‌বে ২ বছ‌রের এক কন্যা শিশুর মৃত্যু হয় ।

২৯ অক্টোবর রোজঃ মঙ্গলবার দুপুন এগারোটা’র সময় রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নে ২ নং ওয়া‌র্ডে মানহা( ২) নামে এক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। সে ওই গ্রামের মোঃ সবুজ হোসেনের মেয়ে। মৃত শিশুর মা মুন্নি বেগম জানান, সে সকাল বেলায় রান্না ঘরে রান্নার কাজে মনোনিবেশ করেন এ অবস্থায় শিশুটি দীর্ঘক্ষণ তার আশেপাশেই ছিল। অনেকক্ষণ পর শিশুটিকে না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কোথায়ও না পেয়ে তিনি একপর্যায়ে পুকুর পাড়ে চলে যান সেখানে গিয়ে দেখেন বাচ্চাটি পানিতে ডুবে ডুবে অবস্থায় তড়িৎ গতিতে পানি থেকে উঠিয়ে নিয়ে আনেন এবং জরুরী রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবারের শোকের মাতম দেখা দিয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ