অন্যান্য

লক্ষ্মীপুরের রায়পুরে বৃ‌ত্তিপাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনু‌ষ্ঠিত হয়েছে ।

  প্রতিনিধি 14 October 2024 , 2:02:29 প্রিন্ট সংস্করণ

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

রায়পুর , লক্ষীপুর

বাংলাদেশ কিন্ডারগা‌র্টেন এ‌সো‌সি‌য়েশন – বি.কে. এ মেধাবৃ‌ত্তি ২০২৩ এর সনদপত্র, পুরষ্কার বিতরন ও গুণীজন সংবর্ধনার অংশ হিসে‌বে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলাধীন বামনী ভূঁইয়ার হাট সংলগ্ন ক‌চি কাচা বিদ্যা‌নিকেতন এর আ‌য়োজনে বৃ‌ত্তিপাপ্ত শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরষ্কার বিতরন করা হ‌য়ে‌ছে ।

১৩ অ‌ক্টোবর (র‌বিবার ) সকাল ১০ ঘ‌টিকায় ক‌চিকাচা বিদ্যা‌নিকেতন এর আ‌য়োজ‌নে ভি‌বিন্ন ধর‌নের উপকরন এর মা‌ধ্যেমে ২৫ জন মেধাবী শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরষ্কার বিতরন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

এতে উপ‌স্থিত ছি‌লেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ জুয়েল হোসেন ও মোঃ ফখরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্ধ ও স্কুল ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সদস্য মোঃ আব্দুর রহমান এবং অ‌ভিবাবক সহ পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষা উপকরন ও পুরষ্কার বিতরনের শে‌ষে দোয়া ও মুনাজা‌তের মাধ্য‌মে অনুষ্ঠা‌নের সমা‌প্তি হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ