অন্যান্য

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৭ নং বামনী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড জামায়াতের উ‌দ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হ‌য়ে‌ছে 

  প্রতিনিধি 2 January 2025 , 9:02:42 প্রিন্ট সংস্করণ

 

মোঃ হাছান আহাম্মদ ভূঁইয়া

 

৩১ ই ডি‌সেম্বর , রোজঃ মঙ্গলবার বি‌কেল ০৪ ট্য় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ০৭ নং বামনী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড কলা‌কোপা দীনারু‌ন্নেছা সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় সংলগ্ন মা‌ঠে শীতার্ত মানু‌ষের মা‌ঝে কম্বল বিতরন কার্যক্রম অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

 

উক্ত অনুষ্ঠা‌নে ০৫ নং জামায়া‌তের সভাপ‌তি বি‌শিষ্ট শিক্ষক ও সমাজ সেবক ওসমান গ‌নির সভাপ‌তি‌ত্বে এ সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ০৭ নং বামনী ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মন্জ‌ুল ক‌বির বিএস.‌সি , ইউ‌নিয়ন জামায়াতের নেতা জনাব ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দীন, এছাড়া আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বি‌শিষ্ট সমাজ সেবক জনাব তছ‌লিম উ‌দ্দিন খাঁন ও বীর মু‌ক্তি‌যোদ্ধা জানব সাকা‌য়েত উল্যা খাঁন সহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্ধ ।

 

এ সময় উপ‌স্থিত নেতারা ব‌লেন , আমরা দীর্ঘ দিন যাবত মানু‌ষের সেবায় জনকল্যান মূলক কার্যক্রম ক‌রে আস‌ছি ভ‌বিষ্যৎতে ও সব সময় মানু‌ষের পা‌শে থাকবো ।

আমি নিউজ হয় না কে‌নো ? আমার এই নিউজটা পাব‌লিস্ট না হওয়ার কারনটা জানা‌লে ভা‌লো হ‌বে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ