অন্যান্য

লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করছে পুলিশ

  প্রতিনিধি 18 February 2025 , 4:24:56 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ আলী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার রফিকুল ইসলাম রবিনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করছে পুলিশ। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে জানায় পুলিশ।

 

পুলিশ জানায়, রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়ন এর চাঙ্গিরগাঁও এলাকার শামসুন নুর পাটওয়ারীর ছেলে রফিকুল ইসলাম ওরফে রবিন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে রাখালিয়া এলাকায় অস্ত্র নিয়ে অবস্থান করছিল রবিন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিয়ান চালায়। এসময় রবিন পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ এক রাউন্ড গুলি ছুড়ে। এতে রবিন গুলিবিদ্ধ হলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রফিকুল ইসলাম রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন পুলিশের তালিকাভুক্ত জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। বর্তমানে অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ