অন্যান্য

লক্ষ্মীপু‌রে আলিফ-মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উ‌দ্ভোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে

  প্রতিনিধি 12 November 2024 , 10:47:14 প্রিন্ট সংস্করণ

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

জেলা প্রতিনিধি (লক্ষীপুর)

১১ ই ন‌ভেম্বর সোমবার সকাল ১০ টায় লক্ষ্মীপুর সদর উপ‌জেলার দালাল বাজার সংলগ্ন আলিফ-মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব ভব‌নে উক্ত উ‌দ্ভোধনী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

এ‌তে প্রধান অতিথি উপ‌স্থিত ছি‌লেন লক্ষ্মীপুর -২ আস‌নের সা‌বেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূইয়া বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন লক্ষ্মীপুর জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক এডঃ হাবিবুর রহমান হাছিব,লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি, জনাব হোসাইন আহাম্মদ হেলাল , এছাড়াও আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বিশিষ্ট রাজনিতিবিদ ও সমাজ সেবক জনাব শহীদুল হিরু চৌধুরী, ।
রায়পুর উপজেলা বিএনপি’র সভাপতি, জনাব এডঃ মনিরুল ইসলাম হাওলাদার সহ অন্যান্য ব্যা‌ক্তিবর্গ ।
উ‌ক্ত উ‌দ্ভোধনী অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব আমির হোসেন। অনুষ্ঠানে আ‌লোচনা শে‌ষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রায়পুর সাব রে‌জি‌ষ্ট্রি জা‌মে মস‌জি‌দের খ‌তিব হা‌ফেজ মাওলানা আরিফ হোসেন মিয়াজী।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ