অন্যান্য

লক্ষ্মীপুরে ধর্ষণের পর সালিশ, ‘হুমকির মুখে’ কিশোরীর আত্মহত্যা

  প্রতিনিধি 9 March 2025 , 8:37:06 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ধর্ষণের পর হুমকির মুখে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার বিকালে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, পশ্চিম চরকলাকোপা গ্রামের জান্নাত বেগমের (১৬) মা সেলিনা বেগম শুক্রবার রাতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মামলায় প্রধান আসামির নাম রাকিব। এ ছাড়া মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারের নাম আছে আসামির তালিকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম হেলাল। সবাই উপজেলার পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।মামলার বরাতে পুলিশ জানায়, জান্নাতের সঙ্গে কিছুদিন ধরে রাকিবের সম্পর্ক ছিল। ১ মার্চ বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে কিশোরীর পরিবার রাকিবের বাবা-মাকে বিষয়টি জানায়।

 

পরদিন বিষয়টি নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে মাকে অপমান এবং মেয়েকে অপবাদ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। আরও বলা হয়, ৬ মার্চ হেলাল বাড়িতে এসে মা ও মেয়েকে চুল কেটে এলাকায় ঘুরানো হবে বলেও হুমকি দেন। এই মানসিক চাপে কিশোরী আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।পরদিন বিষয়টি নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে মাকে অপমান এবং মেয়েকে অপবাদ দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। আরও বলা হয়, ৬ মার্চ হেলাল বাড়িতে এসে মা ও মেয়েকে চুল কেটে এলাকায় ঘুরানো হবে বলেও হুমকি দেন। এই মানসিক চাপে কিশোরী আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, একজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ